সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি
মোঃ বিল্লাল হোসেন পাটোয়ারী বাহার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার অন্তর্গত ৩নং সুবিদপুরের ঐতিহ্যবাহী সুবিদপুর গ্রামের তৎকালীন একঝাঁক মেধাবী তরুনদের হাতে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত “সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘ’২০২৫ বৃত্তি প্রদান গত ১৬ই মে রোজ শুক্রবার সম্পন্ন হয়েছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির প্রারম্ভিকতা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মহসিন, সিআইপি; চেয়ারম্যান, রমো ফ্যাশন। তিনি তার বক্তব্যে এই সংগঠনটির পূর্বের ধারাবাহিক সাফল্যের কৃতজ্ঞতা এবং ভবিষ্যতের জন্য উত্তরোত্তর সাফল্য কামনার পাশাপাশি যেকোন প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সামছল আলম সুমন; চেয়ারম্যান ও সিইও, সারিনা আলম কনস্ট্রাকশন কোম্পানি চেয়ারম্যান, এসকে সোশ্যাল ফাউন্ডেশন; এবং সভাপতি, ঢাকা অঞ্চল, নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা। তিনি একজন সামাজিক নিবেদিত প্রাণের মানুষ। সুবিদপুরের গ্রামের প্রতি অকুন্ঠ ভালোবাসার নিদর্শন হিসেবে তিনি এই সংঘের যেকোন প্রয়োজনের পাশাপাশি ৬০ জন দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা উপকরণ বিলি করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান পাটওয়ারী; পরিচালকঃ নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড। তিনি বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব এম এ হান্নান স্যারের যোগ্য একজন সন্তান। যে শিক্ষকের অবদানে এই সংঘটি একটি কার্যকরী পদক্ষেপে উত্তরণ করে। আরও উপস্থিত ছিলেন প্রফেসর এ,কে,এম আব্দুল মান্নান; অধ্যক্ষ, চাঁদপুর সরকারী কলেজ। অন্যান্য আরও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক প্রধান শিক্ষকগণ এবং অত্র বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ। আর বিশেষ শিক্ষকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক বিএসসি টিচার ও শোল্লা হাই স্কুল এন্ড কলেজের বর্তমান অধ্যক্ষ জনাব আরিফুর রহমান। উক্ত অনুষ্ঠানটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ৩নং সুবিদপুর (পূর্ব) ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং সংঘের প্রতিষ্ঠালগ্ন থেকে সভাপতি মোঃ বেলায়েত হোসেন। প্রতিষ্ঠালগ্ন থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী হিসেবে উপস্থিত ছিলেন জনাব হেলাল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট; এনসিসি ব্যাংক। আজকের অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে ছিলেন সংঘের সাবেক সদস্য সচিব মোঃ ফিরোজ আলম। উক্ত অনুষ্ঠানে বর্তমান সহ-সদস্য সচিব হাসান, শোয়েব সহ অন্যান্য আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাবেক সদস্য সচিবগণ এবং সাবেক উল্লেখযোগ্য সদস্যদের বিশেষ সম্মাননা পুরষ্কার ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলার আরও অনেক অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন এবং এই সংঘের ধারাবাহিক সাফল্য ও উন্নতি কামনা করেছেন।